চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে মারামারিতে বিএনপির প্রতিনিধি সম্মেলনে পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে নগরীর কাজীর দেউরী এলাকায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে জেলার ফটিকছড়ি উপজেলা বিএনপি প্রতিনিধি সম্মেলনে দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন। পণ্ড হয়ে যায় প্রতিনিধি সম্মেলন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপি নেতারা জানিয়েছেন, মারামারিতে জড়িয়ে পড়া বিএনপি নেতারা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলম ও আজিমউল্লাহ বাহার গ্রুপের সমর্থক। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা সরোয়ার আলম গ্রুপের সমর্থকদের প্রাধান্য দিয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানানো হয়নি আজিমউল্লাহ গ্রুপের অনেক সদস্যকে। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। চলে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনাও। একপর্যায়ে সম্মেলন পণ্ড হয়ে যায়। 

মারামারিতে ১৫ থেকে ২০ নেতাকর্মি কমবেশি আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, প্রতিনিধি সম্মেলন বিএনপির হলেও এতে ছাত্রদলের কিছু নেতাকর্মী নিয়ে যান বিএনপি নেতা সরোয়ার আলম। বিএনপি নেতাদের পক্ষ থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হলে সরোয়ার আলম তাদের পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি লেগে যায়। 

মারামারি শুরু হলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারসহ সিনিয়র নেতারা। তবে এ বিষয়ে জানতে মোবাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি গোলাম আকবর খোন্দকার।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, ‘চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে দলটির দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কোন পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’