- সারাদেশ
- চট্টগ্রামের হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রামের হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য ঢাকায় গ্রেপ্তার

ঢাকায় গ্রেপ্তার রুবেল ও ইয়াছিন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তারা গ্রেপ্তার হয়। গ্রেপ্তার দুই জন হলেন, চরলক্ষ্যা খুদ্দ্যেরটেক এলাকার ৩নং ওয়ার্ডের মো. নাছিরের ছেলে মো. রুবেল প্রকাশ হাট্টা রুবেল (২২) ও তার বড় ভাই মোহাম্মদ ইয়াছিন (২৫)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয় সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে অটোচালক মো. ইয়াছিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক মো. ইয়াছিন লোকজন নিয়ে আসার জন্য তার ভাই মো. রুবেলকে ফোন করে। রুবেল ও তার সহযোগী কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থলে এসে ছেলে মো. জানে আলমের সামনে বাবা জাহাঙ্গীর আলমকে নির্মম ও নৃশংসভাবে কোমরের উপরে বাম পাশে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। পরে গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন