- সারাদেশ
- পাওনা পরিশোধের দাবি খুলনার মহসেন জুট মিল শ্রমিকদের, অবস্থান কর্মসূচি
পাওনা পরিশোধের দাবি খুলনার মহসেন জুট মিল শ্রমিকদের, অবস্থান কর্মসূচি

মহসেন জুট মিল- ফাইল ছবি
চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিল গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, শ্রম আইন লঙ্ঘন এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ না করেই আট বছর আগে মিল বন্ধ করে দেয় মালিকপক্ষ। এর পরপরই সব পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু আট বছরেও শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাননি।
বক্তারা বলেন, পাওনা টাকা না পেয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এ পর্যন্ত মিলের ৭৩ জন শ্রমিক অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। অনেক শ্রমিক পরিবারের মেধাবী সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
পাওনা পরিশোধের দাবিতে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শ্রমিকরা। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় মিল গেটে শ্রমিক সমাবেশের মাধ্যমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা আছহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শহিদ সরদার, আনোয়ার হোসেন, নুর ইসলাম, সুলতান শেখ, আইন উদ্দিন, আমির মুন্সি, শেখ বাবুল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন