যশোরে পুলিশ হেফাজত থেকে রাজু শেখ ওরফে পিচ্চি রাজন নামে মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। 

শার্শা থানা ওসি বদরুল আলম খান সমকালকে জানান, মঙ্গলবার যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম গেটের সামনে থেকে ইজিবাইক থেকে তিনি পালিয়ে যান। এসময় পুলিশ তাকে ধাওয়া করলেও আটক করতে পারেনি। 

পিচ্চি রাজন যশোর সদরের তফসীডাঙ্গা পুলেরহাট এলাকার আকাশ হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তিনজন পুলিশ কনস্টেবল একটি ইজিবাইকে করে আসামি রাজনকে শার্শা থেকে আদালতে নিয়ে আসছিল। যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম গেট দিয়ে ঢুকতেই ওই আসামি পুলিশকে ধাক্কা দিয়ে চলন্ত ইজিবাইক থেকে দৌঁড়ে পালিয়ে যায়। রাজু দৌঁড়ে জেল জজ আদালত অভ্যন্তরে ঢুকে পড়ে। একপর্যায়ে ভবনের পূর্ব দিক দিয়ে বের হয়ে যায়। রাজনের পিছু নিয়ে পুলিশকে দৌঁড়াতে দেখে একজন হিজড়া তাকে ধরে ফেললে হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।  

পুলিশ জানিয়েছে, রাজনকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। এ ব্যাপারে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বদরুল আলম খান বলেন,পালিয়ে যাওয়া পলাতক আসামিকে আটকে অভিযান অব্যহত আছে। তবে এ ঘটনায় পুলিশ সদস্যদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।