চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কাশিয়াইশ ইউপিতে নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে আনারস প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ কাইছ। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাইছের কর্মী-সমর্থকেরা রাত সাড়ে ৮টার দিকে নয়াহাট বাজারে মিছিল বের করেন। এ সময় ‘বিনা উসকানিতে’ কাইছের কর্মীরা তার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলও ভাংচুর করে। ছাত্রলীগের নেতা জাফর চৌধুরী, আজগর, ছগির চৌধুরী, সালাউদ্দিন তালাশ, ইরফান, মিশকাত মনু ও ছাত্রদল নেতা জমির উদ্দিনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন কাশেম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনারস প্রতীকের প্রার্থীর কর্মীরা হামলা চালানোর পর নৌকা প্রতীকের কর্মীরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। 

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নৌকা প্রার্থীর কর্মী তপন (৩৫), নোমান (২২) উজ্জল সেন(২৩), দুলাল মজুমদার (৩০), স্বপন দাশ (৩৫) ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সালাউদ্দিন (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আনারস প্রতীকের স্বতন্ত্র মুহাম্মদ কাইছ বলেন, ‘প্রথমে আমাদের সমর্থক রাসেলের ওপর হামলা করেন নৌকা প্রতীকের কর্মীরা। এর জেরে ক্ষুব্ধ কর্মীরা নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে চড়াও হন। তারা আমার কর্মীর একটি মোটর সাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।’