- সারাদেশ
- পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের দুই যুগ পূর্তিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠান
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের দুই যুগ পূর্তিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠান

বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের দুই যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি সদর জোনের আয়োজনে রাঙ্গামাটি চিং মং মারী স্টেডিয়ামে বৃহস্পতিবার এক বিজয় কনসার্ট আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রীয় লারমা, দীপংকর তালুকদার এমপি, মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই চৌধুরী এবং রাঙ্গামাটি জেলার উচ্চপদস্থ অসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন অভ্যাগত অতিথিদের সংবর্ধনা জানান এবং বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটিতে আঞ্চলিক এবং দেশের স্বনামধন্য শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন।
এ সময় রাঙ্গামাটি জেলার পাহাড়ী ও বাঙ্গালীদের সমন্বয়ে ২৫-৩০ হাজার মানুষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
মন্তব্য করুন