- সারাদেশ
- ১০০ তরুণের কক্সবাজার-টেকনাফ পদযাত্রা শুরু
সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগ
১০০ তরুণের কক্সবাজার-টেকনাফ পদযাত্রা শুরু

উদ্যমী ১০০ জন তরুণকে নিয়ে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার থেকে টেকনাফ ৮০ কিলোমিটার পদযাত্রা রোববার শুরু হয়েছে। কক্সবাজার মেরিন ড্রাইভ পয়েন্ট থেকে শুরু হয়ে পদযাত্রাটি পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর টেকনাফ গিয়ে শেষ হবে।
'পড়াশোনা হোক আনন্দময়'- এই স্লোগান ধারণ করে দেশের তরুণ সমাজকে দক্ষ ও যোগ্য করে তুলতে কাজ করছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সার্ভ হিউম্যান ফাউন্ডেশন। এ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনলাইনে দুই হাজার জনেরও বেশি তরুণ-তরুণীকে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন ওয়েব ডিজাইন, গ্রাফিপ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, থ্রিডি অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ইংলিশ ফর ফ্রিল্যান্সিংসহ নানা বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে। সংস্থাটি তাদের কার্যক্রমকে সারাদেশের তরুণ সমাজের কাছে তুলে ধরতে এবার আয়োজন করেছে এ পদযাত্রা।
এ পদযাত্রার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর।
মন্তব্য করুন