- সারাদেশ
- সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১
সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১

সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আব্দুস সালাম নামে একজন মোটর সাইকেল মেকানিক নিহত হয়েছেন।
আব্দুস সালামের ছেলে জসিম উদ্দিন ও প্রতিবেশি মানিক মিয়া সমকালকে বলেন, রোববার রাত ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষকালে গোলাগুলির ঘটনা ঘটে। ফুলবাড়ির পাশের লক্ষীপাড়া ইউনিয়নের দক্ষিণ রামপা গ্রামের বাসিন্দা সালাম বইটিকর বাজারের ওয়ার্কশপ থেকে বাড়ি ফেরার পথে গোলাগুলির মধ্যে পড়ে যান। পরে তার পুলিশ তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফুর রহমান সমকালকে জানান, রোববার রাতে কিসমত মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ব্যালটসহ ফলাফল নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন সংশ্লিষ্টরা।
ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হানিফ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এমরান হোসেনের পক্ষের লোকজন ফলাফল ছিনতাইয়ের অভিযোগে ফুলবাড়ি ইউনিয়নের বইটিকর এলাকায় পুলিশের ওপর হামলা চালায়। এসময় বইটিকর এলাকায় পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়। একপর্যায়ে মাইকিং করে পুলিশের ওপর হামলা চালান তারা।
সংঘর্ষের ফলে সিলেট-বিয়ানীবাজার সড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
মো. লুৎফুর রহমান জানান, রোববার রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন