- সারাদেশ
- সিলেটে বিমানবন্দর থেকে ১১ কেজি স্বর্ণসহ আটক ৪
সিলেটে বিমানবন্দর থেকে ১১ কেজি স্বর্ণসহ আটক ৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ বহন করায় দুবাই থেকে আসা চার যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।
জানা গেছে, সোমবার সকাল ৯টায় বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে তারা স্বর্ণের বারগুলো নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী বিমানবন্দরে আটক যাত্রীদের মালামাল তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ-কমিশনার মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন