গোপালগঞ্জে রোজিনা বেগম (২৭) নামে এক নারীকে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে রুবেল সিকদার (৪০) নামে এক ব্যক্তি পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রুবেলে নিহত রোজিনার স্বামী। রোববার রাতে শহরের মিয়াপাড়ার রেজাউল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের মৃত কালাম মোল্লার মেয়ে। আর রুবেল সিকদার নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আনু সিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক।

পুলিশ জানায়, দুই বছর আগে রোজিনা ও রুবেলের বিয়ে হয়। স্বামী-স্ত্রী উভয়ের আগে বিয়ে ও সন্তান রয়েছে। এ দম্পত্তি ১৩ দিন আগে শহরতলীর ঘোষেরচর থেকে বাসা পরিবর্তন করে শহরের মিয়াপাড়ার রেজাউল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। রোববার রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোজিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী রোজিনা বেগমের ভাগ্নী স্বর্ণা (৭) জানায়, সে ৩ দিন আগে এ বাড়িতে বেড়াতে আসে। রোববার রাত ১১টার দিকে খালুর সঙ্গে তার খালার ঝগড়া হয়। এর মধ্যে খালু খুনতি দিয়ে খালাকে আঘাত করে। এক পর্যায়ে খালু খালার গলায় মাফলার পেঁচায়। এসময় খালা পড়ে যায়। পরে খালু খালাকে কম্বল দিয়ে ঢেকে রাখে। রাতে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে খালুকে দেখেনি।