- সারাদেশ
- ঘোড়া ও হাতপাখার সিল মারা ব্যালট পাওয়া গেলো ঝোপের আড়ালে
ঘোড়া ও হাতপাখার সিল মারা ব্যালট পাওয়া গেলো ঝোপের আড়ালে

উদ্ধার করা ব্যালট- সমকাল
চতুর্থ দফার ইউপি নির্বাচনে ভোট গ্রহণের পর দিন সোনাগাজীর সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রের পাশে ঝোপের আড়ালে নৌকার প্রতিদ্বেন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে সিল মারা ব্যালট পাওয়া গেছে। এসব ব্যালটের সংখ্যা অন্তত ২০০টি।
স্থানীয়রা জানান, ব্যালটগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিনের ঘোড়া প্রতীক ও ইসলামী আন্দোলনের ফখরুদ্দিনের হাতপাখার প্রতীকের সিল মারা রয়েছে। পাশে একটি সিলমোহরও দেখা গেছে। ব্যালটগুলোর অপর পাতায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। সোমবার সকালে ব্যালটগুলো গ্রামবাসী উদ্ধার করলেও নির্বাচন কর্মকর্তা অথবা প্রশাসনের পক্ষে থেকে সেগুলো জব্দ করার কোনো উদ্যেগ নেওয়া হয়নি।
স্থানীয় রাহাত ও নুর আলম বলেন, ‘রোববার ভোটগ্রহণ চলাকালে নৌকা প্রতীকের পক্ষে বহিরাগতরা কেন্দ্র দখল করে সিল মারেন। আমরা গ্রামবাসী প্রতিবাদ করলেও প্রশাসনের সহযোগিতা পায়নি। প্রিজাইডিং কর্মকর্তাকে জাল ভোট দিতে সুযোগ না দেওয়ার অনুরোধ করলেও তিনি আমাদের পাত্তা দেননি। ভোট গণনার পর ফলাফল কেন্দ্রে প্রকাশের অনুরোধ করলেও তিনি আমলে নেয়নি।’
তবে অভিযোগ অস্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘কাউকে অনৈতিক সুবিদা দেওয়া হয়নি। ভোট গণনা শেষে সব কিছু রিটার্নিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়েছি। কীভাবে সিলমারা ব্যালট বাইরে গেলো তা রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন।’
এদিকে ভোট কেন্দ্রের ফলাফল পুনরায় গণনার দাবি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের সাদারণ সদস্য পদপ্রার্থী এনামুল হক শিফন ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মঞ্জু রানী দেবী। তাদের দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ফলাফলে বৈধ ও বাতিল ভোটের সংখ্যার গরমিল রয়েছে এবং ফলাফল শিটে ফ্লুইড ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে রিটানিং কর্মকর্তা তুর্য সাহা বলেন, ব্যালট কীভাবে বাইরে গেলো, প্রিজাইডিং কর্মকর্তা বলতে পারবে। ঘটনাটি উধ্বর্তন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন