মুক্তিযুদ্ধে বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সক্রিয় আছে জানিয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘মিরপুর খেলার মাঠে কিভাবে কিছু লোক পাকিস্তানের সাপোর্ট করে। কিভাবে প্রতিষ্ঠিত পরিবারের ছেলেরা হলি আর্টিজানের মত হামলার অংশ হয়? কিভাবে অন্য ধর্মের মানুষদের উপর হামলা এই প্রজন্মের মানুষেরা করে? তাই এখনও সামনে বিপদ আছে।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সেসব এখন অতীত। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবুও সবাইকে সাবধান থাকতে হবে। কারণ নেকড়ে এখনও ঘোরাফেরা করছে। স্বাধীনতা রক্ষায় সবাইকে অতিরিক্ত যত্নবান হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে।’  

সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক সিলেটের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান একথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে আয়োজিত সভায়  তিনি ছিলেন প্রধান অতিথি।

বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফের সভাপতিত্বে এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপ-পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহা-ব্যবস্থাপক রূপরতন পাইন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতা সুফল ভোগ করছে। বিশ্বের কাছে দারিদ্রমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।’ 

এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘সকলকে সংবিধানবদ্ধ দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা প্রদান করতে হবে, যাতে এর ফল সাধারণ মানুষ ভোগ করে।’