- সারাদেশ
- এক ভোট পেয়ে তিনি বুঝলেন ‘কেউ কথা রাখেনি’
এক ভোট পেয়ে তিনি বুঝলেন ‘কেউ কথা রাখেনি’

রোববার অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহীর একটি ভোট কেন্দ্রের চিত্র।
অনেক স্বপ্ন আর আশা নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন গোলাম রসুল। ভেবেছিলেন নির্বাচিত হয়ে এলাকার জন্য কাজ করবেন। প্রতিবেশী ও ভোটাররাও মনোনয়ন জমা দেওয়ার আগে উৎসাহ আর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসলো, ভোটারদের সেই উৎসাহ, আশ্বাসে ভাটা পড়তে থাকল। নির্বাচনে তিনি কোনো খরচা-পাতি করতে পারেননি। তাই ভোটাররা অন্য প্রার্থীদের নিয়ে মেতে উঠে। শেষ পর্যন্ত কেউ কথা রাখেনি। নির্বাচনের ফলাফলে তিনি পেলেন মাত্র একটি ভোট।
এখানেই শেষ নয়। ভোটে দাঁড়ানোর পর পরিবারের সদস্যরাও তার ওপর রাগ করেছিলেন। স্ত্রী-সন্তানের সেই রাগের প্রমাণও পাওয়া গেল ভোটের ফলাফলে। গোলাম রসুলের দাবি তার স্ত্রী-সন্তানও তাকে ভোট দেননি। আর ভোটের আগেরদিন নির্বাচনে নিজের শোচনীয় অবস্থার বিষয়টি বিবেচনা করে নিজের ভোটটিও দিয়ে দেন অন্যকে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়নে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে রোববার শলুয়ায় ভোটাভুটি হয়। গোলাম রসুল ওই ইউনিয়নের সদস্য পদে প্রার্থী হয়েছিলেন।
রোববার সন্ধ্যায় শলুয়া ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। গোলাম রসুল ফুটবল প্রতীক নিয়ে একটি ভোট পান। তিনি নিজের ভোটটিও নিজেকে দেননি বলে দাবি করেছেন।
এছাড়া পরিবারে স্ত্রী ও সন্তানের ভোট থাকলেও তাদের কারো ভোটও তিনি পাননি বলে দাবি করেন। তবে একমাত্র পাওয়া ভোটটি তাকে কে দিয়েছে সেটাও তিনি জানেন না।
পরিবারের সদস্যদের ভোট না পেয়ে দুঃখ প্রকাশ করে গোলাম রসুল বলেন, গ্রামের বাসিন্দারা ভোট দেননি, এটা তেমন কিছু নয়। কিন্তু পরিবারের সদস্যের কেউও তাকে ভোট দেননি।
তিনি বলেন, প্রতিবেশী ও গ্রামবাসীর আশ্বাসে ভোটে দাঁড়িয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কারও সমর্থন পাইনি। সবাই অন্য প্রার্থীকে নিয়ে ব্যস্ত। টাকা পয়সা খরচ না করায় কেউ আমাকে সমর্থন দেয়নি। ভোটে দাঁড়ানোর কারণে বউ-ছেলে রাগ করেছিল। এ অবস্থায় ভোটের দিন জয়ের আশা ছেড়ে অন্যজনকে ভোট দিই।
শলুয়া ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বজলুর রহমান জানান, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। গোলাম রসুল ফুটবল প্রতীকে এক ভোট পেয়েছেন। আশরাফ আলী মোরগ প্রতীক নিয়ে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন