- সারাদেশ
- সীতাকুণ্ড থেকে দেড় মাস ‘নিখোঁজ’ ২ বান্ধবী চান্দিনায় উদ্ধার
সীতাকুণ্ড থেকে দেড় মাস ‘নিখোঁজ’ ২ বান্ধবী চান্দিনায় উদ্ধার

সীতাকুণ্ড থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে দেড় মাস পরে কুমিল্লার চান্দিনা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল।
সোমবার বিকেলে তাদেরকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল। তবে কিভাবে এবং কি অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
জানা যায়, গত ১৩ নভেম্বর সীতাকুণ্ডের একটি বিদ্যালয়ের দুই ছাত্রী এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফেরেনি। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। তারা একে অপরের বন্ধু। সোমবার তাদের উদ্ধার করে র্যাব।
র্যাব জানিয়েছে, তারা কী অপহরণ হয়েছিলেন না স্ব-উদ্যোগে ‘আত্মগোপনে’ ছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন