- সারাদেশ
- বাউফলে দলীয় পৌর মেয়র প্রার্থী বাছাই নিয়ে সংঘর্ষ, আহত ১৫
বাউফলে দলীয় পৌর মেয়র প্রার্থী বাছাই নিয়ে সংঘর্ষ, আহত ১৫

পটুয়াখালীর বাউফল পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন সমর্থনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থীদের নাম প্রস্তাব করাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বাউফল উপজেলা আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে সোমবার বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে দলীয় সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের প্রস্তাব দেওয়ায় এ ঘটনার সূত্রপাত ঘটে।
আহতদের মধ্যে বগা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসানকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্যদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দীর্ঘ ৯ বছর পরে বাউফল পৌরসভায় আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে পৌর মেয়র হতে মনোনয়ন ফরম নিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফারুক। তিনি গত চারবারের চেয়ারম্যান। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র জিয়াউল হক জুয়েলও মনোনয়ন ফরম নিয়েছেন।
সোমবার দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে পৌ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইব্রাহিম ফারুককে সমর্থন করে প্রার্থী বাছাইয়ের রেজুলেশন করে।এরপর উপজেলা আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩টায়, যাতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ।
সভায় ফোনে যুক্ত হয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, দলীয় রেজুলেশেনে যেন পৌর মেয়র হিসেবে জিয়াউল হক জুয়েলের নাম এক নম্বরে থাকে, কারণ সে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
এতে তুমুল হট্টগোল বাধে সভাস্থলে। দল থেকে বহিস্কৃত স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলকাছ ও তার কর্মীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
তখন স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের সমর্থকরা তখন বাইরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন।বগা চেয়ারম্যান মাহমুদ হাসান হলরুম থেকে বাইরে আসলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় ক্যামেরায় ছবি তুলতে গেলে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির সংবাদ দাতা অহিদুজ্জামান ডিউকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত।
এ বিষয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম ফিরোজ বলেন, ‘দলীয় সভায় কিছু হয়নি। বাইরে কী হয়েছে তা আমি জানি না। তবে তৃণমূলের নেতাকর্মীদের প্রার্থী বাছাইায়ে সমর্থনের রেজুলেশন যাবে জেলায়।’
বাউফল পৌরসভার ২০১২ সালের ২২ মে নির্বাচনে পৌর মেয়র জিয়াউল হক জুয়েল মেয়র নির্বাচিত হয় । পরে প্রথম শ্রেণীতে উন্নীত হয় বাউফল পৌরসভা। পরে মামলার জটিলতায় দীর্ঘদিন আটকে থাকে পৌরসভা নির্বাচন।
নির্বাচন কমিশন নয় বছর পর এই পৌরসভার তফসিল ঘোষণা করার পর পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল।
মন্তব্য করুন