ফরিদপুরের ভাঙ্গায় সরকারি খাদ্য গুদাম বাইপাস সড়কে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী। 

রোববার তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। 

আসামিরা হলো— চাঁদপুরের ফরিদগঞ্জের কেরবাচর গ্রামের তুহিন গাজী ও সাভার ডগনমোড়া পৌরসভার সাইফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার রাতে জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী টেকেরহাট থেকে মালপত্র নিয়ে পিকআপে করে বাড়ি ফেরার সময় ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে হঠাৎ গাড়িটি নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে জাহিদুল ও তার চালক গাড়িটি মেরামতের চেষ্টা করার একপর্যায়ে একটি সাদা প্রাইভেটকার তাদের কাছে এসে দাঁড়ায়। পরে গাড়ি থেকে তিন যুবক নেমে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে ভাঙ্গার দিকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় এক মাইক্রোবাস চালককে থামিয়ে ঘটনা খুলে বললে তারা ছিনতাইকারীদের পিছু নেয়। ভাঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেখানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

থানার উপপরিদর্শক মো. তাহসীন জানান, আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা হয়েছে। এর মধ্যে একজন পলাতক। দুই আসামিকে সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।