- সারাদেশ
- এবার তৈমূরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
এবার তৈমূরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ছবি: ফাইল
এবার অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র এই মেয়র প্রার্থীর বিরুদ্ধে সোমবার রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগটি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আদিনাথ বসু। ডা. আইভীর পক্ষে এ অভিযোগ দেন তিনি।
অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলমের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাওয়া, খেয়াঘাটগুলোতে হ্যান্ডমাইক ব্যবহার এবং বিভিন্ন স্থানে সভা করার অভিযোগ তোলা হয়েছে। এগুলো কার্যত আচরণবিধি লঙ্ঘনের শামিল। এতে আরও বলা হয়, সমাবেশে তৈমূর তার বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
এর আগের দিন রোববার আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেন তৈমূর আলম। অভিযোগে তিনি বলেন, গত শুক্রবার নগরের শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশের নামে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী সমাবেশ হয়। সেখানে আইভীর পক্ষে ভোট চাওয়া হয়। তৈমূর আলম আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস ও মীর্জা আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
ডা. আইভীর পক্ষে অভিযোগ দেওয়ার ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, 'অভিযোগ পেয়েছি। অভিযোগটি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।'
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে অভিযোগ দেওয়ার ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম বলেন, 'বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া চাইতে গিয়েছি। এর বাইরে কিছু নয়। আর সকালে হেঁটে হেঁটে নগরবাসীর সঙ্গে কথা বলি, দোয়া চাই- এতটুকুই। ওই সময় উৎসুক মানুষ আমার চারপাশে জমায়েত হয়। আমার কাছে তাদের কষ্টের কথা বলে। এসবে আচরণবিধি লঙ্ঘন হতে পারে না। তাছাড়া আওয়ামী লীগ প্রার্থীর মতো সমাবেশ করিনি।'
মন্তব্য করুন