- সারাদেশ
- ময়মনসিংহে নির্বাচিত হওয়ার পরই গ্রেপ্তার চেয়ারম্যান
নির্বাচন কর্মকর্তাকে মারধর
ময়মনসিংহে নির্বাচিত হওয়ার পরই গ্রেপ্তার চেয়ারম্যান

এম এ কাইয়ুম। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে নবনির্বাচিত এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। তার নাম এম এ কাইয়ুম। তার বিরুদ্ধে মামলার পর সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়।
জানা যায়, গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন এম এ কাইয়ুম। রোববার রাতে উপজেলা পরিষদের ফল ঘোষণা কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করে ফল ঘোষণা করছিলেন। এ সময় কাইয়ুম ও তার সহযোগীরা সেখানে গিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে তাঁতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলের কপি চান। তখন নির্বাচন কর্মকর্তা তাদের জানান, ওই কেন্দ্রের ফলের কপি তখনও আসেনি। পরে কাইয়ুম ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে নির্বাচন কর্মকর্তাকে মারধর এবং ফল ঘোষণা কক্ষে হামলা ও ভাঙচুর করেন। এরপর রাত ১১টায় ডৌহাখলা ইউনিয়নের ভোট গণনা শেষে কাইয়ুমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
কিন্তু নির্বাচন কর্মকর্তাকে মারধর ও বিশৃঙ্খলার ঘটনায় রাতেই উপজেলা পরিষদ চত্বর থেকে নবনির্বাচিত চেয়ারম্যান কাইয়ুমকে আটক করে পুলিশ। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার কাইয়ুমসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের নামে মামলা করেন।
গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, মামলার পর এম এ কাইয়ুমকে আদালতে হাজির করা হয়েছে।
মন্তব্য করুন