- সারাদেশ
- চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিক নিহত
চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিক নিহত

প্রতীকী ছবি
চট্টগ্রামে সোয়ান ইন্টারন্যাশনাল নামে একটি গুদামের সীমানা দেওয়াল ধসে জয় শর্মা নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরের কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জয় শর্মা রাঙ্গুনিয়ার রাজানগর ধামাইরহাট এলাকার সন্তোষ কুমার শীলের ছেলে। তিনি নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট পশ্চিম সুপারিওয়ালা পাড়া এলাকায় থাকতেন।
কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গুদামের সামনে ট্রাক থেকে পণ্য নামাচ্ছিলেন শ্রমিকরা। বিরতিতে নাস্তা খেতে যাচ্ছিলেন জয় শর্মা। এ সময় গুদামটির সীমানা দেওয়াল ধসে পড়লে নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন