- সারাদেশ
- চট্টগ্রামে পাবলিক টয়লেট ব্যবহারের কার্ড পেলেন সুবিধাবঞ্চিতরা
চট্টগ্রামে পাবলিক টয়লেট ব্যবহারের কার্ড পেলেন সুবিধাবঞ্চিতরা

ভাসমান মানুষের হাতে পাবলিক টয়লেট ব্যবহারের কার্ড তুলে দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
সুবিধাবঞ্চিত মানুষকে নাগরিক সেবার আওতায় আনতে তাদের মধ্যে বিনামূল্যে পাবলিক টয়লেট ব্যবহারের কার্ড বিতরণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সোমবার নগরের আন্দরকিল্লাহ পুরোনো নগর ভবন মিলনায়তনে ভাসমান মানুষের হাতে কার্ড তুলে দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
রেজাউল করিম জানান, নগরের ভিক্ষুক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ এই কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। নগরে সুবিধাবঞ্চিত প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন। ধীরে ধীরে তাদেরও এই সুবিধার আওতায় আনার চেষ্টা করা হবে।
পাবলিক টয়লেটকে ‘পাবলিক কমফোর্ট’ জোন নামকরণের প্রস্তাব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসকের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমান, আরাফাতুল জান্নাত, চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এএসএম শাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, কাউন্সিলর নুরুল হক ও ওয়াটার এইডের পরিচালক হোসেন ইশরাত আদিব।
মন্তব্য করুন