খাবারে বিষক্রিয়া: ৪ মাদ্রাসা শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩ | ২১:৩২
গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া ১৬ শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তারা হলো– হাসান, হোসাইন, তারেক ও মোজাহেদুল।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এএসএম রুহুল আমিন বলেন, ওই ৪ শিক্ষার্থীর ১০৪ ডিগ্রি জ্বর এবং পাতলা পায়খানার সঙ্গে বমি শুরু হয়। এ অবস্থায় অতিরিক্ত খিঁচুনি হলে আইসিইউ সাপোর্ট লাগে, যা আমাদের হাসপাতালে নেই। এজন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরও বলেন, খাবারে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে একই দিন সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই মাদ্রাসার ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে মাদ্রাসা কর্তৃপক্ষ। বাকি ১২ জন শিক্ষার্থীর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা চলছে।