গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীত বাড়ছে রাজশাহীতে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বাড়তে শুরু করেছে শীত (ছবি- শরিফুল ইসলাম তোতা)
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:৫৯
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বাড়তে শুরু করেছে শীত। মানুষের স্বাভাবিক কাজকর্মেও ভাটাও পড়েছে।
থেমে থেমে বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে জরুরি দরকার ছাড়া খুব কম মানুষই বাড়ির বাইরে বের হচ্ছেন।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বুধবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সারাদিন বৃষ্টি হতে পারে।
- বিষয় :
- আবহাওয়া
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- শীত