ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীর মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীর মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবদল নেতা মো. গিয়াস উদ্দিন। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২০:৩৮

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীর দায়ের করা মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে হাটহাজারী থানার ইস্টার্ন শপিং সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওই নেতার নাম মো. গিয়াস উদ্দিন (৩৬)। তিনি হাটহাজারী থানার উত্তর মাদার্শা গ্রামের জহুরুল আলমে ছেলে। তিনি হাটহাজারী থানার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। 

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর হাটহাজারী মডেল থানায় নাশকতা, বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলাটি করেন স্থানীয় ছাত্রলীগ কর্মী জিসান চৌধুরী শ্রাবণ। মামলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩৫ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ২৯ অক্টোবর রাত ১১টার দিকে হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ১০০-১২০ জনের একটি জমায়েত দেখতে পান। এ সময় তাকে দেখতে পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করে। আসামিরা তাকে ভয়ভীতি দেখায় এবং সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে। একপর্যায়ে তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র‌্যাব। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে মামলার পলাতক আসামি গিয়াস উদ্দিন ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

আরও পড়ুন

×