বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রতীকী ছবি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২১:৩৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২১:৩৮
ঝালকাঠির নলছিটিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নলছিটির বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুরাদ আলী।
নিহতরা হলেন- বরিশালের কাউনিয়ার খোকন খানের ছেলে মাহিন্দ্রা চালক জসিম খান (৪৫), নলছিটি পূর্ব কামদেবপুর এলাকার আজিজ খানের ছেলে মো. রাজিব খান (২৬) ও নলবুনিয়া গ্রামের সুলতান মাষ্টারের মেয়ে গোপালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সুরভী খানম (৩৮)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বাকেরগঞ্জ থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। উদ্ধার করে আরেকজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন মারা যান। এ সময় আহত হন আরও ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো. মুরাদ আলী করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।