ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভোটের লড়াইয়ে থাকছেন এমপি রতন

ভোটের লড়াইয়ে থাকছেন এমপি রতন

লোগো

 ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২২:৩৮

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামাগলগঞ্জ-মধ্যনগর) আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছেন। গত বুধবার রাতে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে তাঁর মায়ের কুলখানি অনুষ্ঠান শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এই ঘোষণা দেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন কিনা– তা নিয়ে ধোঁয়াশা ছিল এতদিন। 
মতবিনিময় সভায় রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে জানিয়েছেন কৌশলগত কারণে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তিনি তাঁকে নির্বাচনে অংশ নিতে বলেছেন।
টানা তিনবারের এমপি রতন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতিরও দায়িত্বে রয়েছেন। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। সুনামগঞ্জ-১ আসনে এবার নৌকার প্রার্থী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার।  
এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে রতন বলেন, নৌকার বিরুদ্ধে নির্বাচন করার সাহস, যোগ্যতা, দক্ষতা তাঁর নেই। কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ার মতো যোগ্যতা, দক্ষতা, সাহস আছে। আগামীতে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে চান বলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সহসভাপতি গোলাম ফরিদ খোকা, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আরফান আলী, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ প্রমুখ।  

আরও পড়ুন

×