ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১০

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১০

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১২:২৮

কার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী-শিশু রয়েছে। আজ সোমবার ভোরে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

কাউটাইল এলাকার বাসিন্দা আব্দুল জব্বার বলেন, আজ ভোরে বিকট শব্দ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় দুই পরিবারের নারী শিশুসহ ১০ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ভোরে কাউটাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। আহতদের শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×