কারাগারে জামায়াত নেতার মৃত্যু
আব্দুল লতিফ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৫:৫০
রাজশাহীর দামকুড়া থানার জামায়াতে ইসলামীর আমির আব্দুল লতিফের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি...)।
এর আগে গত ১৮ ডিসেম্বর নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে আটক করে পুলিশ। এরপর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় দামকুড়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুল লতিফকে কারাগারে পাঠানো হয়। পরে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।