ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

ফেনীতে বখাটের দেওয়া আগুনে দগ্ধ কলেজছাত্রী মারা গেছেন

ফেনীতে বখাটের দেওয়া আগুনে দগ্ধ কলেজছাত্রী মারা গেছেন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৬:২১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৮:১৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার ফেনীতে মাশকুরা আক্তার মোম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর গায়ে আগুন দিয়েছিল এক বখাটে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। মাশকুরা আক্তার মোমের বাবা আবদুল খালেক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা স্কুল গেটের সামনে মোমের আগে আগুন দেওয়া হয়েছিল। তিনি ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় একটি সূত্র জানায়, মাশকুরা আক্তার মোমকে ওই দিন নাহিদ নামে একজন প্রেমের প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করলে নাহিদ তাকে মারধর এবং গায়ে আগুন লাগিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিয়ে যায়।

আবদুল খালেক জানান, মাশকুরা আক্তার মোমের শরীরের নিচের অংশ পুঁড়ে গেছে। ফেনী হাসপাতাল থেকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল।

ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। সন্তানসহ তিনি ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় বসবাস করেন।  

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান, এ ব্যপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×