ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইউপি চেয়ারম্যান থেকে এমপি

ইউপি চেয়ারম্যান থেকে এমপি

আব্দুল মালেক সরকার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ০০:৩৮ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৩:৫৭

টানা তিন মেয়াদে ছিলেন ইউপি চেয়ারম্যান। এরপর হন উপজেলা পরিষদ চেয়ারম্যান। এই পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আব্দুল মালেক সরকার। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা ১৫ বছর দায়িত্ব পালন করেছেন আব্দুল মালেক সরকার। সফলতার সঙ্গে টানা তিন মেয়াদে ফুলবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।

কিন্তু পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান। কিন্তু দলীয় মনোনয়ন পান মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এতে নৌকার প্রার্থীকে ৯ হাজার ৭২৭ ভোটে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার।

প্রায় এক যুগ পর আসনটিতে সংসদ সদস্য পরিবর্তন হয়। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেন, ‘আল্লাহ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমি যেন জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করতে পারি।’

 

আরও পড়ুন

×