দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু

ফাইল ছবি
গোয়ালন্দ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১০:০৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ১০:৫৬
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি-লঞ্চ শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিনগত মধ্য রাত থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ভোর ৬ টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। ফলে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়েছে।
- বিষয় :
- দৌলতদিয়া-পাটুরিয়া