ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বগুড়ায় বাড়িতে ঢুকে সাংবাদিককে হত্যাচেষ্টা

রাজশাহীতে সাংবাদিককে মারধর

বগুড়ায় বাড়িতে ঢুকে সাংবাদিককে হত্যাচেষ্টা

ফাইল ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি ও তানোর (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৯:৪৮

বগুড়ার শেরপুর উপজেলায় বাড়িতে ঢুকে বাধন কর্মকার কৃষ্ণ নামে এক সাংবাদিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে শহরের গোসাইপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে রাজশাহীর তানোর উপজেলায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাধন কর্মকার আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি। হত্যাচেষ্টার ঘটনায় মঙ্গলবার শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। 
অভিযোগ সূত্রে জানা গেছে, বাধন কর্মকারের বাড়ি নির্মাণের কাজ চলছে। সোমবার রাত ২টার দিকে বালু নিয়ে একটি ট্রাক আসে। এ সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে মূল ফটক আটকে বালু নামাতে যান। ৫-৭ মিনিট পর বাড়ি ফিরে মূল ফটক খোলা দেখে তার সন্দেহ হয়। ভেতরে ঢুকে এক যুবককে ঘরে দেখতে পান বাধন। তার উপস্থিতি টের পেয়ে ওই যুবক লোহার রড দিয়ে তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে তাকে টেনেহিচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে এলে যুবক পালিয়ে যায়।

বাধন কর্মকার বলেন, ওই যুবক আমার ঘর থেকে দশ হাজার টাকা ও কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তাকে সাধারণ চোর মনে হয়নি। সে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। গভীর রাত হওয়ায় বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলাম। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।

রাজশাহীর তানোরে হামলার শিকার সাংবাদিকের নাম সারোয়ার হোসেন। তিনি রাজশাহীর দৈনিক নতুন প্রভাতের তানোর প্রতিনিধি। এ ঘটনায় ইদ্রিস ও লালু নামে দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তিনি। তাদের মধ্যে ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তানোর পৌর শাখা মৎস্যজীবী লীগের সভাপতি। 

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গোল্লাপাড়া বাজারে তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর ওপর হামলা করে মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানের লোকজন। খবর পেয়ে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যান সারোয়ার। এ সময় তার ওপর হামলা করেন মৎস্যজীবী লীগ নেতা ইদ্রিস ও যুবলীগ নেতা লালু।

সারোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে যাওয়া মাত্রই ইদ্রিস গাছের একটি ডাল দিয়ে আমার মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, প্রধান অভিযুক্ত ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×