ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত বরুণ ঘোষ। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২০:১৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ২১:৩১
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বরুণ ঘোষ (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হামদহ এলাকার ঘোষপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। বরুণ ঘোষ ওই এলাকার নরেন ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের ঘোষপাড়া মোড়ে দিয়ে যাচ্ছিলেন বরুণ ঘোষ। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই বরুণের মৃত্যু হয়েছে।
বরুণের ভাবি নীলিমা ঘোষ বলেন, নির্বাচনের পর থেকেই বরুণ বলত- বাড়ির বাইরে যাব না, যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমরাও বলতাম তুই বাসায় থাক। কেবল ভোট শেষ হলো। কিছুদিন পরে বাইরে যাবি। কিন্তু সে কথা না শুনে আজ বাড়ি থেকে বের হয়ে হত্যার শিকার হলো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস জানান, বরুণ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। সদ্য শেষ হওয়া নির্বাচনে তিনি নৌকার পক্ষে কাজ করেছিলেন। বিভিন্ন সভায়ও অংশ নিয়ে ছিলেন। এ কারণে বা অন্য কারণে তাকে হত্যা করা হয়ে পারে। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা সঠিক কারণ বের করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে বলে আশা করছি।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, এখনই ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে আমরা কাজ করছি। দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।