ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনি খেলেন চেয়ারম্যান

এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনি খেলেন চেয়ারম্যান

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২১:১৩

রাজশাহী-১ আসনের নবনির্বাচিত এমপি ওমর ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গোদাগাড়ীর এক নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসিদুল গনি মাসুদ। এ ঘটনায় তিনি মঙ্গলবার বোয়ালিয়া থানায় জিডি করেছেন। রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮টায় রাজশাহী নগরীর থিম ওমর প্লাজায় এমপি ওমর ফারুককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান মাসুদ নিউ মার্কেটের সামনের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় পারভেজ মোশারফ বাবু, আসাদুল হক, শহিদুল হক, তোফাজ্জল হোসেন সেন্টু, সাদরুল, নাশেদুলসহ সাতজন তাঁর ওপর হামলা করে। এতে তিনি আহত হন। হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়।
 
হামলার শিকার মাসুদের বক্তব্য, হঠাৎ করে তারা কেন মেরেছে বুঝতে পারিনি। আমি নৌকার ভোট করেছি। তারাও নৌকার লোক।

গোদাগাড়ীর সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, জিডিতে যাদের আসামি করা হয়েছে, তারা সবাই ফারুক চৌধুরীর লোক। অভিযোগকারী মাসুদও নৌকার চেয়ারম্যান। কেন জিডি করলেন, তা জানা নেই।

আরও পড়ুন

×