ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ 

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ 

ফাইল ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২১:৩০

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রেডিসন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। ওই সময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

শ্রমিকরা জানান, রেডিসন পোশাক কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত। কিছুদিন আগে সরকার শ্রমিকদের জন্য নতুন বেতন গ্রেড ঘোষণা করেছে। সে অনুযায়ী ধামরাইয়ের সব কারখানা কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি করলেও তাদের কারখানায় জ্যেষ্ঠ-কনিষ্ঠ সব শ্রমিকের বেতন ১৩ হাজার ৫০০ টাকা করে নির্ধারণ করা হয়। কিন্তু তাদের দাবি ছিল সরকার ঘোষিত বেতন গ্রেড দেওয়ার। কয়েক দিন ধরে কর্তৃপক্ষকে এ দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। মঙ্গলবার সকালে কাজে যোগদানের পর সরকারি গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানানোর পরই দুপুরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এতে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এর পর শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ সমঝোতা বৈঠকে বসে। পরে সন্ধ্যা ৬টার দিকে কর্তৃপক্ষ কিছু দাবি মেনে নেয়। 

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী জানান, বেলা ৩টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে কারখানার ভেতর সমঝোতা বৈঠক করা হয়। দীর্ঘ বৈঠকের পর কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। 
তবে এ বিষয়ে কারখানার জিএম মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
 

আরও পড়ুন

×