ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বরিশালে কলেজে ঢুকে অধ্যক্ষসহ দু’জনকে মারধর

বরিশালে কলেজে ঢুকে অধ্যক্ষসহ দু’জনকে মারধর

ছবি:সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২২:১৬

বরিশাল আইন কলেজে ঢুকে অধ্যক্ষ মোস্তফা জামান খোকন ও পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসাইনকে মারধর করেছে একদল যুবক। মঙ্গলবার সন্ধ্যার দিকে কলেজে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, মারধরের ঘটনায় নেতৃত্ব দেন আরিফ হোসেন অপু নামে এক যুবক; যিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী।

আইন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসাইন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সমর্থক।

আনোয়ার হোসাইন জানান, অপুর নেতৃত্বে ১০-১২ জন যুবক কলেজে ঢুকে সাদিক আবদুল্লাহর ছবি টাঙানো দেখে গালমন্দ শুরু করে। তিনি কক্ষ থেকে বেরিয়ে এলে যুবকরা তাঁকে এলোপাতাড়ি কিলঘুসি দেয় এবং টানাহ্যাঁচড়া করে পোশাক ছিঁড়ে ফেলে। এ সময় তাঁকে রক্ষায় অধ্যক্ষ মোস্তফা জামান এগিয়ে এলে তাঁকেও মারধর করে ওই যুবকরা।

ঘটনার পর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরকে নিয়ে আইন কলেজ ক্যাম্পাসে যান সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের পর যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, তারাই এ হামলা করেছে।
প্রতিমন্ত্রীর অনুসারী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আইন কলেজের ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। আনোয়ার হোসাইনের কাছে অনেকে টাকা পাবেন। পারিবারিক বিরোধও আছে। এসব নিয়ে ঝামেলা হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) ফজলুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×