কর্ণফুলী গ্যাসের স্বাভাবিক সরবরাহ দাবিতে মানববন্ধন

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২২:২২
চট্টগ্রামে গ্যাস সংকট নিরসন এবং ডিমান্ড নোট নেওয়ার পরও সংযোগ ও সরবরাহ না দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানবন্ধন হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ সভা হয়।
চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মানবাধিকার নেত্রী তাহেরা আক্তার শারমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় সদস্য আওরঙ্গজেব খান সম্রাটের সঞ্চালনায় এ মানববন্ধন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চট্টগ্রাম সভাপতি এমএ হাশেম রাজু বলেন, দীর্ঘদিন ধরে কখনও সারাদিন, কখনও সারারাত কর্ণফুলী গ্যাস কোম্পানি চট্টগ্রামবাসীকে গ্যাস দিতে ব্যর্থ হচ্ছে। ফলে নগরবাসীকে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের ঘরে ঘরে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না করা হলে কর্ণফুলী গ্যাস কোম্পানির চট্টগ্রাম অফিস ঘেরাও করা হবে।
সভায় বক্তব্য দেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ সরোয়ার খান, বিভাগের কো-অর্ডিনেটর আমির হোসেন খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঈনুদ্দীন আহমেদ, মানবাধিকার সংগঠক সৈয়দ মোস্তফা আলম মাসুম, আবু মোহাম্মদ, রেজাউল করিম প্রমুখ।