চট্টগ্রাম ইপিজেডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২২:২৮
চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) বেতন বাড়ানোর দাবিতে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনএসটি ফ্যাশনের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন কয়েকশ শ্রমিক। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা এ বিক্ষোভ চলে। পরে ৪ হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা কাজে যোগ দেন।
শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে তারা গিয়ে দু’পক্ষের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করেছেন।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, নতুন বেতন কাঠামোতে অন্য পোশাক কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০ টাকা। সেই অনুযায়ী ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা কিছু দাবি জানিয়েছিলেন।