ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

টঙ্গীতে দলবদ্ধ মারধরে যুবক নিহত, প‌রিবা‌র বলছে প‌রিক‌ল্পিত হত্যা

টঙ্গীতে দলবদ্ধ মারধরে যুবক নিহত, প‌রিবা‌র বলছে প‌রিক‌ল্পিত হত্যা

ফাইল ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:৩৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:৪১

চুরির অভিযোগে গাজীপু‌রের টঙ্গীতে শাহ আলী (৩০) নামে এক যুবক‌কে দলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। প‌রিবা‌রের দাবি, প‌রিক‌ল্পিতভা‌বে পি‌টি‌য়ে হত্যা করা হয়েছে শাহ আলীকে।

নিহত শাহ আলী মিল‌গেট বস্তির মৃত শে‌রেকুলের ছেলে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মিলগেট এলাকার লাল মস‌জিদ বস্তির এক‌টি রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে।  

পুলিশ বলছে, ভোর রা‌তে শাহ আলী ওই এলাকার রিকশার গ্যারে‌জে চুরি কর‌তে যায়। এসময় স্থানীয় জনতা তা‌কে ধরে পিটুনি দেয়। খবর পে‌য়ে পু‌লিশ তা‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে তাকে মৃত ঘোষণা করা হয়। শাহ আলীর মাথাসহ শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে যখ‌মের চিহ্ন র‌য়ে‌ছে।

নিহতের স্ত্রী ইতি বেগম অ‌ভি‌যোগ করে বলেন, ‘শাহ আলী বাসায় ঘু‌মি‌য়ে ছি‌ল। ভোরে কে বা কারা তা‌কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘সে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে মারা যায়। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।’

আরও পড়ুন

×