ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ছবি: সমকাল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ১০:৫০

নওগাঁর ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। গত দুদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ রোববার তা কিছুটা কম।
 
আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে যানবাহগুলো হেডলাইট জ্বালিয়ে চলচল করছে।

সদরের বাইপাস এলাকার কৃষক আইনাল হক বলেন, ‌‘গত দুইদিন কুয়াশা কম ছিল। আজকে আবারও এত পরিমাণ কুয়াশা পড়েছে, কোন কিছু দেখা যাচ্ছে না। এর কারণে খুব ঠান্ডা পড়েছে।’
 
শিবপুর বাইপাস এলাকার রিকশা চালক ময়েন উদ্দিন বলে, ‘আজকে প্রচন্ড কুয়াশা ও ঠান্ডা পড়েছে। কুয়াশার কারণে রিকশা চালানো যাচ্ছে না। আমাদের ভাড়াও কমে গেছে।’

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান বলেন, ‘আজ রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।’

whatsapp follow image

আরও পড়ুন

×