ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা কারাগারে

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা কারাগারে

আব্দুল্লাহ আল মামুন

কিশোরগঞ্জ ও বাজিতপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ১৫:৩০

কিশোরগঞ্জে একটি ধর্ষণ মামলায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. রেজাউল করিম আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পিপি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাজিতপুরের সরারচর এলাকার এক নারীর সঙ্গে বিয়ের আশ্বাসে শারীরিক মেলামেশা করে অবশেষে বিয়ে করতে মামুন অস্বীকার করেন। এ ঘটনায় ওই মহিলা কয়েক মাস আগে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে ধর্ষণ মামলা (মামলা নং ১৪৬/২৩) করেছিলেন। পিবিআই তদন্ত করে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন আসামির আইনজীবী অশোক সরকার। এর প্রেক্ষিতেই আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একটি হত্যা মামলায়ও আব্দুল্লাহ আল মামুন বেশ কিছুদিন কারাবাস করেছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×