- সারাদেশ
- মায়ের হাতেই ছিল শিশুটির হাত, চাপা দিয়ে পিকআপ নিলো প্রাণ
মায়ের হাতেই ছিল শিশুটির হাত, চাপা দিয়ে পিকআপ নিলো প্রাণ

পিকআপ ভ্যানচাপায় তাহসীন নামের এক শিশু শিক্ষার্থী নিহত।
লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জে পিকআপ ভ্যানচাপায় তাহসীন নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তাহসীন স্থানীয় চরমনসা গ্রামের রুহুল আমিনের ছেলে ও ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়ে ভর্তি শেষে মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল তাহসীন। ঘটনাস্থলে পৌঁছে অটো থেকে নেমেছিল তারা। এসময় রামগতি থেকে ছেড়ে আসা একটি গ্যাসবাহী পিকআপ ভ্যান (নাম্বার বিহীন) মায়ের হাত ধরে থাকা শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পর উত্তেজিত জনতা পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকায় ঢাকা এক্সপ্রেসের একটি গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক হলেন- রাখালিয়া এলাকার বাসিন্দা মো. মুন্নার ছেলে আরিফ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন