- সারাদেশ
- ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘনকুয়াশার কারণে বুধবার রাত সোয়া ১টা থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ফেরিসহ সব ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৮ ঘণ্টা পর
এ রুটে ফের নৌযান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অফিস সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এ নৌ-রুটে সব ফেরি ও সব ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাটুরিয়া থেকে ৩টি ফেরি দৌলতদিয়া যাওয়ার সময় মাঝ নদীতে আটকা পড়ে।
এ নৌ-রুটে দীর্ঘ সময় ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কুয়াশা কেটে গেলে সোয়া আটটার দিকে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করুন