- সারাদেশ
- ১২০০ বস্তা সরকারি সার পাচারকালে গ্রেপ্তার ৬
১২০০ বস্তা সরকারি সার পাচারকালে গ্রেপ্তার ৬

গ্রেপ্তার ছয়জন -সমকাল
নাটোর সীমান্তবর্তী বগুড়া জেলার বামিহাল গ্রাম থেকে কালোবাজারির উদ্দেশ্যে পাচারকালে সরকারি আমদানিকৃত ১২০০ বস্তা সার ও তিনটি ট্রাক জব্দ করেছে র্যাব-৫। এ সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃস্পতিবার সন্ধ্যার পর বামিহাল গ্রামে রানিহাট-বগুড়া সড়কে চেকপোস্ট বসিয়ে সারভর্তি তিনটি ট্রাক জব্দ এবং ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
সিপিসি-২ র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার ছয়জন হলেন- বগুড়ার কাহালু উপজেলার গুরবিশা গ্রামের ট্রাকচালক মো. সবুর হোসেন, রুহুল আমিন (৩০), বগুড়া সদরের মালতিনগরের তানবির হোসেন (২৩) এবং তাদের সহকারী মো. ইমরান হোসেন (২৩), মো. রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২২)।
নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, বৃস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নাটোর থেকে কয়েকটি ট্রাকে করে সরকারি আমদানিকৃত সার কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বগুড়া হয়ে অজ্ঞাত স্থানে পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বগুড়ার শেরপুর উপজেলার বামিহালি গ্রামের রানিহাট-বগুড়া সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়। এ অভিযানে তিনটি ট্রাকভর্তি সরকারি আমদানিকৃত ১২০০ বস্তা সারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ছয়জন দীর্ঘদিন ধরে সার পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে।
মন্তব্য করুন