- সারাদেশ
- 'জাহাজ থেকে পড়ে' নিরাপত্তাকর্মীর মৃত্যু
'জাহাজ থেকে পড়ে' নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে ‘জাহাজ থেকে পড়ে’ এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মাদামবিবির হাটে এসএল স্টিল শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম রণবিক্রম ত্রিপুরা (২৭)। তিনি জাহাজে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান,শুক্রবার রাতে রণবিক্রম ত্রিপুরা কাজ শেষে জাহাজ থেকে নামার সময় নিচে পড়ে যান।
মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সহকর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে রণবিক্রম ত্রিপুরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন