- সারাদেশ
- করোনা: চট্টগ্রামে দৈনিক সংক্রমণ ৩ মাসে সর্বোচ্চ
করোনা: চট্টগ্রামে দৈনিক সংক্রমণ ৩ মাসে সর্বোচ্চ

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন মাসের সর্বোচ্চ ৮২ জন নতুন বাহক শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৪ দশমিক ৪১ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট, নগরীর নয় ল্যাবরেটরি ও নতুন যুক্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮২ জনের মধ্যে শহরের ৭৪ ও ছয় উপজেলার ৮ জন। উপজেলার ৮ জনের মধ্যে হাটহাজারী ও মিরসরাইয়ে ২ জন করে এবং সন্দ্বীপ, আনোয়ারা, পটিয়া ও বোয়ালখালীতে এক জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৯০৪ জনে। এর মধ্যে শহরের ৭৪ হাজার ৫০৪ এবং গ্রামের ২৮ হাজার ৪০০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৩ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬১০ জন।
মন্তব্য করুন