- সারাদেশ
- পরাজিত ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, আহত ১০
পরাজিত ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, আহত ১০

নীলফামারীর ডোমারে ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত দুই প্রার্থীর সমর্থকের মধ্যে মারামারি ও ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা হতে রাত আটটা পর্যন্ত উপজেলার বোড়াগাড়ী হাট সংলগ্ন চামারপাড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমদাদুল ইসলাম ও সতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হোন। ভোটগ্রহণের দিন ৮ নং ওয়ার্ডের ভোট গ্রহণ সেন্টারে এই দুই প্রার্থীর সথর্কদের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চামাড়পাড়া মোড় এলাকায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। মুহুর্তে খবরটি ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ও মারামারি শুরু করে। স্থানীয়রা মারামারি থামানোর চেষ্টা করে দুই পক্ষকেই দুইদিকে সরিয়ে দেয়। পরে উভয় পক্ষে একে অপরের দিকে ইট পাটকেল ছোঁড়াছুড়িঁ শুরু করে। এতে উভয় পক্ষ ও পথচারীসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।
এ বিষয়ে ডোমার থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুই পক্ষই আলাদাভাবে অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন