চট্টগ্রামে ম্যারাথনে দৌঁড় শেষের পরপরই এক প্রতিযোগির মৃত্যু ঘটেছে। তার নাম টুকু জামিল (৪৬)। শক্রবার ভোর ৬টায় নগরীর পতেঙ্গা সৈকত থেকে ম্যারাথনে অংশ নেন টুকু। এরপর চৌচালা নামক এলাকা ঘুরে পুনরায় দৌঁড়ে সকাল ৯টার দিকে পতেঙ্গা সৈকতে ফেরেন তিনি। এরপর হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে ঢলে পড়ে যান। এ সময় অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় নৌ-বাহিনী হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ম্যারাথন দৌঁড় প্রতিযোগী টুকু জামিল পুটয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে। কর্মসূত্রে চট্টগ্রাম নগরীতে বসবাস করা টুকু সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন নামে একটি দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

পতেঙ্গা থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, চট্টগ্রামের পতেঙ্গায় পতেঙ্গায় ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন টুকু জামিল নামে মধ্যবয়সী একজন প্রতিযোগী। প্রতিযোগিতায় দৌঁড় শেষে অসুস্থবোধ করলে তাকে প্রথমে নৌ-বাহিনী হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগী শেখ নাহিদ উদ্দীন জানিয়েছেন, ম্যারাথনে বিভিন্ন বয়সের সাত শতাধিক লোক অংশগ্রহণ করেছিলেন। ভোর ৬টায় পতেঙ্গা সৈকত থেকে দৌঁড় শুরু হয়ে চৌচালা নামক স্থান থেকে ইউটার্ন হয়ে ফের চৌচালায় ফেরেন প্রতিযোগিরা। দৌঁড় শেষে একজন প্রতিযোগী অসুস্থ হয়ে হঠাৎ পড়ে যান। পরে তিনি মৃত্যুবরণ করেন।