- সারাদেশ
- দিনাজপুরে ‘নো মাস্ক-নো সার্ভিস’ শনিবার থেকে
দিনাজপুরে ‘নো মাস্ক-নো সার্ভিস’ শনিবার থেকে

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা
শনিবার থেকে দিনাজপুরের সর্বত্র ‘নো মাস্ক-নো সার্ভিস’ চালু হচ্ছে। একইসঙ্গে জনসমাগম, হাট-বাজারসহ সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।তিনি বলেন, মানুষের জীবন বাঁচানোর জন্য লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত টিকার ব্যবস্থা করে দেশকে রক্ষা করে যাচ্ছেন। দেশের টিকার কোনো সংকট নেই। টিকা সকলকেই নিতে হবে, মাস্ক পরতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। সচেতনতাই পারে করোনা ও ওমিক্রন থেকে রক্ষা করতে। সচেতনতা না হলে বাড়তেই থাকবে সংক্রমণ।
ইকবালুর রহিম এমপি বলেন, করোনা ও ওমিক্রণের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অধিক গুরুত্ব দিতে হবে। সর্বত্রই যাতে মাস্কের ব্যবহার নিশ্চিত হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। যদি রাস্তাঘাটে কেউ মাস্ক না পরেন তাহলে তাদের মাস্ক সরবরাহ করতে হবে। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালুর জন্য স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. কাজী শামীম হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর বিএমএর সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মমতাজ বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় প্রমুখ।
মন্তব্য করুন