গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। শুক্রবার সংগঠনের সভাপতি মাহমুদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আফরোজা সুলতানা টুটু, সবিতা বৈরাগী, নাহার জুবায়ের কনা, হাসিনা খান পরীসহ মহিলা আওয়ামী লীগের নেতারা।

গত ২৮ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।