- সারাদেশ
- ফরিদপুরে সুহৃদ ও সংবাদপত্রসেবীদের সঙ্গে মতবিনিময় আবু সাঈদ খানের
ফরিদপুরে সুহৃদ ও সংবাদপত্রসেবীদের সঙ্গে মতবিনিময় আবু সাঈদ খানের

ছবি: সমকাল
সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশ ও সংবাদপত্রসেবীদের সঙ্গে মত বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে শহরের আলীপুরে সমকালের নিজস্ব কার্যালয়ে তিনি এ সভা করেন।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি সৌমিত্র মজুমদার পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী সবুজ, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান, ফরিদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহীদুল ইসলাম, এজেন্সি ম্যানেজার কার্তিক রায়, সঙ থিয়েটারের প্রসেনজিৎ পাল ও সুহৃদ আবরাব নাদিম ইতু।
সভার শুরুতে সুহৃদরা আবু সাঈদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভা শেষে সুহৃদ সমাবেশের সভাপতি সৌমিত্র মজুমদার পলাশ ও তামান্না আক্তার সঙ্গীত পরিবেশন করেন।
প্রধান অতিথি আবু সাঈদ খান তার বক্তব্যে বলেন, সমকাল সুহৃদ সমাবেশকে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও জাতির ইতিহাস-ঐতিহ্য নিয়ে নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদের জাতি গঠনে ভূমিকা রাখতে সহায়তা করায় আহ্বান জানান তিনি। সমকালের হাত ধরে ফরিদপুরের তরুণরা আরও বেশি সেবা ও কল্যাণমূলক কাজের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন